কলমেঃ দেব মন্ডল
============
চাঁদের আলোয় চলিয়াছি পথ, কে হবে সঙ্গী আমার।
এসো সখী আজ চাঁদের আলোয় লুকোচুরি খেলি।
ভালোবাসায় মেতে থাকি চাঁদের আলো গায়ে মাখি।
হারিয়ে যাই আমার ছোট গ্রামের সবুজের প্রান্তরে।
এসো জোনাকির আলোয় মিশে থাকি নবীন মাঝির গানে।
এসো আজ হারিয়ে যাই ভালোবাসার রংঙে।
যেথায় লুকোচুরি খেলে শালিকেরা ঝাউ বনের আড়ালে।
ওরা খুব সুন্দর ভালোবাসতে জানে।
এসো সখী হারিয়ে যাই কাক, শালিকের সাথে।
একটু বৃষ্টি যদি আসে এই জ্যোৎস্না রাতে।
ভিজবো দুজন মিলে এই বর্ষা রাতে।
আমি তোমার জড়িয়ে রাখবো বনলতার মতো ভালোবেসে।
শাপলার মালা গেঁথে রাখিয়াছি পরাবো বলে চলোনা আমার চেনা সেই পুকুর পাড়ে।
বুনো হরিণের ডাক শুনাবো, নতুন ধানের পায়েস খাওয়াবো।
রাখাল ছেলের গান শুনাবো, গায়ের মেয়ের নাচ দেখাবো।
চলো সখী মেতে থাকবো এই চাঁদের রাতে।
চলনা আজ ঘুরে আসি আমার ছোট গ্রামের মাঝে।