বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

কবিতাঃ তুমি থাকুক

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৩৪ Time View

কলমেঃ পত্রলেখা ঘোষ

আমার একটা তুমি থাকুক নিত্য মনের মাঝে,
ইচ্ছা মতো কইবো কথা প্রতি সকাল সাঁঝে।
চায়ের কাপের সঙ্গী হবে প্রতিটি দিন প্রাতে-
বিকালবেলায় ঘুরবো যে তার হাতটি রেখে হাতে।

প্রতিক্ষণে থাক পাশে সকল ইচ্ছা আবদারে,
ভালোবেসে হৃদয় টিকে দিয়েছি যে তারে।
মন খারাপের সঙ্গী সে যে যায় না তারে ভোলা-
যখন তখন আসবে যাবে হৃদয় দুয়ার খোলা।

তুমি সদাই জাগরুক থাক ছন্দে তালে সুরে,
উপমা ও অলঙ্কারে থাকুক কাব্য জুড়ে।
মতান্তর তো থাকতেই পারে বাসবো ভীষণ ভালো –
মনের মতো গল্পে মাতি মন হবে না কালো।

কুসুম হয়ে ফুটে থাকুক আমার জীবন বাগে,
সময় ফুরায় দ্রুত বেগে জীবন রাত্রি ভাগে।
বাঁধবো তারে নিবিড় করে বিনি সুতার ডোরে-
গভীর প্রেমে আবদ্ধ থাক সারাজীবন ধরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102