কলমেঃ পত্রলেখা ঘোষ
আমার একটা তুমি থাকুক নিত্য মনের মাঝে,
ইচ্ছা মতো কইবো কথা প্রতি সকাল সাঁঝে।
চায়ের কাপের সঙ্গী হবে প্রতিটি দিন প্রাতে-
বিকালবেলায় ঘুরবো যে তার হাতটি রেখে হাতে।
প্রতিক্ষণে থাক পাশে সকল ইচ্ছা আবদারে,
ভালোবেসে হৃদয় টিকে দিয়েছি যে তারে।
মন খারাপের সঙ্গী সে যে যায় না তারে ভোলা-
যখন তখন আসবে যাবে হৃদয় দুয়ার খোলা।
তুমি সদাই জাগরুক থাক ছন্দে তালে সুরে,
উপমা ও অলঙ্কারে থাকুক কাব্য জুড়ে।
মতান্তর তো থাকতেই পারে বাসবো ভীষণ ভালো –
মনের মতো গল্পে মাতি মন হবে না কালো।
কুসুম হয়ে ফুটে থাকুক আমার জীবন বাগে,
সময় ফুরায় দ্রুত বেগে জীবন রাত্রি ভাগে।
বাঁধবো তারে নিবিড় করে বিনি সুতার ডোরে-
গভীর প্রেমে আবদ্ধ থাক সারাজীবন ধরে।