প্লিজ একবার অন্তত একবার বারান্দায় এসো আমি দূর থেকে দুচোখ ভরে শুধু একবার তোমাকে দেখব।
তোমার বারান্দায় দাঁড়ানোর সেই মুহূর্ত,
আমার হৃদয়ে ঢেউ তোলে মোহময় সুরে।
চাতকের মতো চোখের কোণে জমে আশা,
তোমার এক ঝলক যেন জীবন্ত ভাসা।
তোমার জানালার আলো, চাঁদের চাহনি,
মৃদু ছোঁয়ায় লাগে স্বর্গের বাণী।
তৃষ্ণার্ত হৃদয় নিয়ে এখানে দাঁড়াই,
তোমার স্পর্শে ভরবো প্রভাতের বায়।
এসো একবার, শুধু দেখাও মুখ,
তোমার ছন্দে মিশুক সমস্ত নিঃশ্বাসের দুঃখ।