আজকের দিনে নেতাজি
তোমার জন্ম ১৮৯৭ সালে,
দেশপ্রেমী দেশ স্বাধীন করে
দেশছেড়ে চলে গেলে।
গোটা দেশ আজ শ্রদ্ধার সাথে
করছে স্মরণ তোমায়,
স্বাধীনতা সংগ্রামী বীর সৈনিক
তোমার কাছে মাথা নুয়াই।
আজকে তুমি থাকতে যদি
দেখতে তোমার দেশের হাল,
রাজনীতির রঙে রাঙিয়ে
আজ দেশ যেন উত্তাল।
দেশের জন্য কেই বা ভাবে
শুধু নিজের গদির চিন্তাকরে,
অসহায় নিরীহ মানুষগুলো
আজ কুরে কুরে মরে।
স্বাধীনভাবে বাঁচতে পারেনা
রাজনীতি ও ধর্মের নামে দাঙ্গা,
মৌলবাদের বাড় বাড়ন্ত
রাজনীতির রঙে চাঙ্গা।
জানি তুমি আসবেনা ফিরে
আছো তারার দেশে,
নতুন করে জন্ম নিয়ে
ফিরে এসো ছদ্মবেশে।