কলমেঃ পত্রলেখা ঘোষ
ফরাসী রীতির সনেট
বর্ষ ঘুরে আসে রোজা মনে প্রাণে সাড়া
গরীবের ক্ষুধা সবে বোঝে উপবাসে,
সাধ্যমত দান করে জান্নাতের আশে-
মুসলিম জাতি ব্যস্ত জেগে ওঠে পাড়া।
হৃদয়ে প্রোথিত হোক মানবতা চারা,
কোরান নাজিল হলো রোজার এ মাসে;
মনে জমা অন্ধকার ব্যাভিচার নাশে-
সিয়ামের সাধনেতে ব্যস্ত থাকে তারা।
মানব মনন থাক পরিশুদ্ধ হয়ে,
অন্তরে প্রশান্তি ধারা যাক সদা বয়ে।
হৃদি মাঝে জমে থাকা দুরাচার যত
অজ্ঞানতা কুটিলতা হয়ে যাক সাফ-
বিদূরিত হোক আজ হৃদয়ের ক্ষত;
প্রার্থনা মঞ্জুর হোক পাপ হোক মাফ।
(আমি রোজা বিষয়ে তেমন জানি না,তবুও লিখলাম।ভাইয়েরা আমার কিছু ভুলভ্রান্তি হলে ঠিক করে দেওয়ার অনুরোধ রইলো।সকলে ভালো থাকবেন।)