কলমেঃ তাবারক আলী
(পশ্চিমবঙ্গ, ভারত)
বাঁচা মানে কি শুধু শ্বাস নেওয়া?
নাকি হৃদয়ের গভীরে একান্ত আশা রাখা?
মরা মানে কি শুধুই নিঃশেষ হয়ে যাওয়া?
নাকি ভেতরে ভেতরে হারিয়ে যাওয়া এক ঝড়ের গল্প?
বাঁচা তো এক রকমের হাজারও যুদ্ধের সমাহার—
প্রতিদিন হেরে যাওয়া, আবার জয় করার চেষ্টা।
আর মরা? মরা হয়তো বিশ্রাম,
নিঃশব্দে কোলাহল থেকে সরে যাওয়া মাত্র।
বাঁচা আর মরা,
দুটোই একে অপরের প্রতিচ্ছবি,
তবু মাঝখানে যে শূন্যতা,
সেখানেই জীবন, মন খুঁজে নেয় তার অভিধান।