কলমেঃ দেব মন্ডল
যেদিন আমার কলম থেমে যাবে,
ভেবে নিয়ো আমি আর নেই এই ধরনীর মাঝে।
মৃত্যু শব্দ সেদিন যুক্ত হবে আমার নামের আগে।
হয়তো মিশে যাবো রাতের আকাশের তারার সাথে।
না হয় থাকবো আমি ঝাউয়ের নিচে জোনাকির সাথে।
বাংলার আকাশে, বাংলার বিলে উড়বো আমি গাং শালিকের বেশে।
সাদা বক হয়ে উড়বো আমি আমার সপ্নের বাংলার আকাশে।
তোমারা কি আসবে সেদিন আমার মৃত শরীর দেখতে।
একটা করে বই উপহার দিয়ো আমার শেষ যাত্রাতে।
তোমারা একটু কবিতা পড়ে শুনিয়ে যেয়ো আমার মৃত্যুর দিনে।
আমার শেষের দিনে হিন্দু -মুসলিম সবাই উপস্থিত থেকো, আছো যতো কবি গনে।
হয়তো আর দেখা হবে না কোনদিন কোন কালে।
তোমারা সঙ্গী হয়ে যেয়ো আমার শেষ কাজে।
আমার মৃত শরীর দাহ্য নয়, ভাসিয়ে দিয়ো নদীর জলে।
আমি চলে যাবো ভেসে আমার জন্মভূমির বুকে।
ওই মাটি আমার ভীষণ প্রিয়, ওই মাটিতে জন্ম আমার।
ওই মাটি আমার কাছে হিরের চেয়ে খাঁটি।
আমার শেষ যাত্রায় যেনো ওই মাটিত হয় ঘাঁটি।