কলমেঃ দেবব্রত মাজী
==============
ছোট্ট যখন ছিলে
স্কুল ছিল ঘরে,
গৃহ শিক্ষক এলে
শিখতে তুমি পড়ে।
পড়েছে স্ট্যাম্প নোবেলে
লিখে তাইতো গীতাঞ্জলি,
বন্দিত হৃদয়ে আছো
দিই এখনও শ্রদ্ধাঞ্জলি।
তোমার কবিতায় পাই
আমরা প্রকৃতির স্বাদ,
গুনগুনিয়ে থাকি আজও
দিইনি কিছুই বাদ।
প্রেমে বিহ্বল হয়ে
কেউ না কেউ গাইছে,
সকাল থেকে সাঁঝ
মাঝি নৌকা বাইছে।
হলধর উৎসব আজও
মানি তোমার অবদান,
পালিত হয় সাড়ম্বরে
বিলীন হয়নি মান।
নাইট উপাধি বর্জনে
ব্রিটিশদের মাথা নড়ে,
বাংলা সাহিত্যের অবদানে
তোমায় মনে পড়ে।