কলমেঃ জাসমিনা খাতুন
===============
প্রিয়তমা নয়, প্রিয়, যারা আদর করে আসে কাছে,
যারা নিবিড় স্পর্শে জড়িয়ে রাখে, তাদের মাঝে কিলবিলিয়ে জাগে
কৃমি আর কিটের অপূর্ব প্রেমকথা।
মাটি ভেজা সুবাসে, অমৃত স্নিগ্ধতায় চারপাশ মাখে।
পাঁজরগুলো খেলায় মাতে,
ডান থেকে বাঁয়ে, বাঁ থেকে ডানে,
সূক্ষ্ম থেকে সূক্ষ্ম স্পর্শে।
তোমার সেই প্রথম রাতের স্পর্শে,
যখন খুলেছিলে একে একে সব,
পোশাকের অন্তরালে লুকানো আমার আদর্শ গন্ধভরা ত্বকের সুখ।
আজ আর নেই তা সংরক্ষণে,
মৃত্তিকা উন্মুখ মিলনে সব খোলে।
আজ আমি মাটি, মৃত্তিকার সন্তান,
গর্ভে তার ধীরে ধীরে মিশি অপূর্ব সুখে খুব শান্তিতে।
আজ আমি প্রাণ খুলে হাসি।
শেষ বিন্দুর কেন্দ্রবিন্দুতে,
যেখানে সব মিলিয়ে যায়।
তৃপ্তির বাতাসে ছড়িয়ে পড়ে,
আমার শেষ নিবেদন—
তোমার প্রেমে জড়িয়ে থাকা,
আজ আছে কি খুব প্রয়োজন...!
তুমি আজ দেখো না,
আমি অনুভব করি,
আমি যেমন করে তোমাকে চেয়েছিলাম
ঠিক তেমন করে মৃত্তিকা আমাকে করছে বরণ।
আজ আমি পূর্ণ ভালোবাসায় পেয়েছি পূর্ণ তৃপ্ত।
আজ তোমার কাছে
তোমার প্রেমে জড়িয়ে থাকার
আছে কি খুব প্রয়োজন..?