সম্পর্কে আজ প্রবল ভাঁটার টান,
অর্থ আর স্বার্থের সাঁড়াশি আক্রমণে সে আজ বিধ্বস্ত -
শুধুই দীর্ঘশ্বাস ফেলে যায়।
নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক কি একেবারেই আভিধানিক শব্দ হয়ে গেল?
জানি না কোন আঠা দিয়ে সম্পর্ককে সুদৃঢ়ভাবে আটকে রাখা যায়!
নতুন সম্পর্কের শুভসূচনা বিবাহের মাধ্যমে;
বিবাহ যদি সাত জন্মের বন্ধন ও আত্মার সঙ্গে আত্মার মিলন হয়,
তবে বিশ্বব্যাপী এত বিবাহ বিচ্ছেদ কেন?
মুখ আর মুখোশ যে কখন এক হয়ে গেল!
বাবা মেয়ের পরম পবিত্র অনাবিল সম্পর্কেও আজ কলঙ্কের দাগ,
যখন দেখি পিতার দ্বারা কন্যা ধর্ষিতা।
একমাত্র মা ছেলের সম্পর্ক ই হয়তো সবচেয়ে পবিত্র শুদ্ধ বলে পরিগণিত ,
শেষ পর্যন্ত তাতেও কলঙ্ক লেপন!
সত্যিই পৃথিবী বোধহয় তার শেষ গন্তব্যের দিকে এগোচ্ছে।
সম্পর্কের মাঝে আর ভালোবাসা মূল্যবোধের স্থান নেই,
শরীর ভোগের তাড়নাই কি তাকে নিয়ন্ত্রণ করছে?
পাখিদের সংসারেও আজ ভাঙনের সুর
পরকীয়ায় প্রমত্ত আজ সবাই-
তাদের গায়েও মানুষের ছোঁয়া লাগলো নাকি!