কলমেঃ মিতালী দেবী
হিম শীতল বাতাস
আবছা কুয়াশা ভোর
পাখিদের কলতানে
হেমন্ত প্রকৃতি মুখর।
ঝলমলে রোদ লেগে
সকালে ধানের শীষে
শিশিরের কণাগুলো
মুক্তোর মতো হাসে।
থরেথরে ফুলে ভরে
ছাতিম অশোক গাছে
দেব কাঞ্চন ফোটে
বাহারী রঙ্গিন ধাঁচে।
নতুন চালের পিঠে
খেজুর রসের ঘ্রাণ
দুপুরে ঘরে ঘরে
চলে নবান্নে অঘ্রাণ।
উদাসী হয়েছে হলুদ
হেমন্তে সবুজ পাতা
ঝরার সময় হলো
বিকেল আনে বারতা।
বিচিত্র আলো ছায়া
নামে বিবর্ণ সন্ধ্যা
জোনাকি নেভে-জ্বলে
চোখে নিয়ে তন্দ্রা।
জ্যোৎস্না স্নাত রাত
বিচিত্র আলো ছায়া
তারার মেলা যেন
হেমন্তে কুহেলি মায়া।