কলমে: দেব মন্ডল
আমি চলিতেছি পথ, রাতদিন ভর।
আকাশ, পাতাল, পাহাড়, পেরিয়ে।
নদীর তুফান ভারি তাও দিতে হবে পারি।
কোথায় আছে সেই মুক্তার মালাখানি।
খুঁজিতেছি তাহা হয়ে দিশেহারা।
পরাবো তাহা যে হবে মোর প্রান প্রিয়া।
খুজিতেছি তাঁতি কোথায় পাবো বেনারসি।
যে হবে আমার ঘরের ও রমণী,
পরাবো তাহার সেই বেনারসি।
তাহার মুখে আনব হাসি,
বাঁচবো আমি তাহার ও হাসিতে,
সে যদি না করে ছলনা।
মনে বড় বাসনা পরাবো তাহারে গহনা।
রাখিবো তাহারে হৃদয় মাঝারে দেবীত্বের আসনে।
তুমি নয় দাসী, তুমি হবে মোর প্রান প্রিয়সী।
গাঁথিয়া বকুল হয়েছি ব্যাকুল পরাবো তোমার গলে।
তোমার অপেক্ষায় রইলাম চেয়ে, তুমি আসবে কবে।
সাতপাকের বাঁধনে বাঁধিতে চাই,
এই বাঁধন হারা জীবনখানি।
তুমি কবে আসবে আমার অজানা সেই প্রান প্রিয়সী।
আমি আছি তোমার অপেক্ষায়,গুনিতেছি দিবা রাত্রি।
কবে আসবে মোর প্রান প্রিয়সী।