কলমে: অনুপম রায়
নিশুতি রাতের দানব কালো অন্ধকারে,
ব্যস্ত শহরটা যেন শহুরে স্পন্দন হারায়।
শহরের অভিশপ্ত বাড়িটা চলে যায়,
অশরীরীদের আড্ডায়।
ধুলো-বালির মোটাস্তর আর মাকড়সার জাল দিয়ে মোড়া,
পেঁচা-বাদুড়-চামচিকার অদ্ভুত শব্দের মায়ায় বাড়িটা ঘেরা।
পুরানো গাঁথানি দেওয়াল, ঘুনধরা ভাঙা দরজা-জানালায়:
ফুঁপিয়ে কান্নার ছায়ামূর্তি সারা বাড়ি ঘুরে বেড়ায়।
ভুতুড়ে বাতাসের ধাক্কায় কেউ মুক্তি চাইছে।
বহু বছরের পুরানো অভিশপ্ত বাড়ির উঠানে,
কেউ আসে না যে।
একসময় ছিল জমজমাট মান্ধাতার আমলের বাড়িটি,
এখন এসব ইতিহাসের পাতায়।
এখন অভিশপ্ত বাড়িটা মজে আছে,অশরীরীদের হাসির মায়ায়।
শহরটাতে এসেছি লম্বা ছুটিতে -
অচিন চাতক পাখি হয়ে আমি অপেক্ষাতে -
অভিশপ্ত অশরীরীর বাড়িটি দেখতে।