কলমে:- দেব মন্ডল
বাবা তুমি আছো বলে আজও দেখছি পৃথিবীর আলো।
অন্যায় ক্ষমা করে তুমি বুকে টানতে জানো।
স্রষ্টার দেওয়া এক বড় উপহার তুমি আমার কাছে।
তোমার মতো বাবা আর এই পৃথিবীতে কার আছে।
তুমি যদি না থাকতে, আমি থাকতাম পথে।
নতুন ভাবে পথ দেখালে নতুন জীবন দিয়ে।
রোদের কষ্ট ভুলালে তুমি বট বৃক্ষ হয়ে।
বাবা শব্দের অর্থ সুন্দর তুমি প্রমান করে দিলে।
অন্ধকার পথে আমার তুমি জ্বেলে দিলে আলো।
তুমি ছাড়া এমন করে কে আর বাসবে ভালো।
আমি যখন কষ্টে থাকি দেখতে পাই না পথ।
তোমার নির্ভরতার হাত বাড়িয়ে দেখাও আলোর পথ।
আমি খারাপ, আমি মন্দ কতো অন্যায় করি।
বাবা বললে কেমন করে সব ভুলে তুমি নেও টেনে।
নদীর স্রোতে পড়ে আমি হাবুডুবু খাই।
জীবন বাজি রেখে তুমি বুকে ধরে দিলে ঠাই।
তুমি যদি না থাকতে আজ,
আমি পেতাম না আলোর দিশা।
স্রষ্টা তোমার হাজার বছর বাঁচিয়ে রাখুক এটাই আমি চাই।
এই পৃথিবী ছেড়ে তোমার আগে আমি বিদায় নিতে চাই।