লেখক: সাদ বিশ্বাস
“ইরাম মা”-যদিও বয়স তার সবে আদ্য কয়েকটা মাস,
অনেক স্বপ্ন তাকে নিয়ে, পূরণের আগেই হবনাতো লাশ।
গর্ভাস্তায় থাকাকালীনই বড় সাধ করে নাম দিয়ে ছিলাম ইরাম বিশ্বাস,
পার্থিব লীলা খেলার সামনে মেয়ে মোর পারবে তো ধরে রাখতে আশ্বাস।
নয়নের মনি, কলিজার টুকরা মেয়ে বড় হলেই শকু নের আনাগোনা,
স্রষ্ঠা তাহলে কি শকুন ভোগের জন্যই করেছিলাম মেয়ের জন্য আরাধনা?
মেয়েকে ডাক্তারি পড়াবো বড় ইচ্ছে ছিল তাই , কিন্তু এখন বড় ভয় হয়,,
আর জি করের ন্যাক্কারজনক ঘটনা বাজছে দুনিয়া জুড়ে সোশ্যালমিডিয়ায়।
দুনিয়ার কোন বাবাই দেখতে চাইনা মেয়ের জীবনে কোন অশুরের অশুভ ছায়া,
তবুও মানব নামক পশুরা একবারের জন্য ও ভাবে না তার পিতার যন্ত্রণা, মায়া।
কতই না চরম পরম স্নেহ মায়ার আবেশে বড় হয়ে উঠবে আমার ইরা মুনি,
স্রষ্টা তুমি সহায় থেকো মেয়ের পরিসমাপ্তির কারণ না হয় কোন সন্ত্রাস খুনি।
সকল মাতা,পিতার আর্তনাদ চিৎকার হয়ে উঠুক পাপীদের কাল,
কিন্তু পাপ বিনাস কে করবে ? সবই তো রাজার রাজকীয় চাল।
পরিশেষে বাবা হিসেবে সকল রাজকন্যার কাছে বিনীত আবেদন,
মেয়ে হয়ে যদিতুমি বাবাকেই না বোঝো! কে করবে তার মূল্যায়ন।