কলমে: মহম্মদ সফিকুল ইসলাম
সংসার আমাকে ছিবড়ে করে দিয়েছে,
না আমি নিজেকে উজাড় করে বিলিয়ে দিয়েছি
কিনারায় দাঁড়িয়ে অত ভেবে লাভ কী!
চেষ্টা করে গেছি সকলের জন্য,
সাধ্যমতো পরিশ্রম,
নিজের জন্য কানাকড়িও রাখিনি ;
তোমরা ভাবতে পার পিঁপড়েরও অধম!
কিছু নিয়ে যাব না তাই আফসোস নেই।
যে পিঁপড়েটা এককাপ কিংবা একসমুদ্র জলে পড়ে ভাসে
সাহায্যের জন্য কারো আঙুল নড়ে না
সে কাঁদে না, চিৎকার করে কাউকে ডাকেও না,
একটু আশ্রয় বা অবলম্বন খুঁজে নিতে সাঁতরায়;
আমৃত্যু চলে তার বাঁচার সংগ্রাম।
আমিও মহাসমুদ্রে আছি
পিঁপড়ার মতোই কাঁদব না,চিৎকার করব না
শেষবলায় আমার জন্য কারো আঙুল নড়ে উঠলে
তখন আমি দুই হাতের দশ আঙুল নাড়া দেব।
২.
সব আছে তুমি নেই
মহম্মদ সফিকুল ইসলাম
এটা নেই সেটা নেই, নেই নেই কিছু নেই!
কারো ভালো পোশাক নেই
চাল নেই ডাল নেই তেল নেই
আনাজপাতি, সবজি নেই।
মাছ, মাংস কিচ্ছু নেই!
জলের ট্যাঙ্ক নেই
গরমে এসি নেই, ফ্রিজ নেই
শীতকালে গিজার নেই
গ্যাস নেই,ক্যাশ নেই।
মাইক্রো ওভেন নেই
বিদ্যুৎ বিল মেটানো নেই
এ সংসারে সুখ নেই।
ছেলের ভালো স্কুল নেই, বই নেই,ফিজের টাকা নেই
একগন্ডা পোশাক নেই,
টিউশন, টিফিনের টাকা নেই!
পোলাও বিরিয়ানি কালিয়া