কলমে- দেব মন্ডল
মন বাগানে ফুটিয়াছে কতো ফুল,
কাকে করিবো প্রেম নিবেদন, কে বুজিবে মোর দুঃখ।
ভালোবাসার মালা গেথে বসে আছি নদী পারে।
কেউ হয়তো ভালোবাসিতে হবে ব্যাকুল।
কে বলিবে আমি তোমাতেই আশক্ত,
আমি তাকে ভালোবেসে জীবনের সব লিখয়া,
তাহার মন নদীতে ভিড়াবো মোর নাও।
আমি প্রান ভরে শুনবো আমার প্রিয়সীর প্রেমের গান।
নদীর স্রোতে ভাসবো দুজন, চলবো একই পথে।
বিশ্ব ঘুরিয়া দেখিবো দুজন, চড়বো মাঝীর নাও।
দুঃখের দিনে থাকবে পাশে, সুখের দিনের ও রাখবো,
শেষ সময়ে তোমায় আমি বুকে নিয়ে মরবো।
মনের মায়ায় প্রেম বিলাবো, দেহের মায়ায় নয়।
সত্যিকারের ভালোবেসে থাকবো সারাজীবন ভর।
খুনসুটিতে মাতবো দুজন, গাইবো প্রেমের গান।
পদ্ম নদীর কুলে বসে শুনবো মাঝির গান।
তোমার নিয়ে বাংলা ঘুরবো, খাওয়াবো মুড়ি, মিঠাই চা।
ভালোবাসার এক ঘর বানাবো সজনতলীর গাঁয়ে।
রাতের চাঁদ দেখবো দুজন, ঘুরবো সারা গাঁ।
বৃষ্টি হলে ভিজবো দুজন, ধরবো বিলে মাছ।
মজা করবো দুজন মিলে গড়বো ভালোবাসার পাহাড়।
এভাবে কেটে যাবে দুজনের সারাজীবন ভর।