কলমে: দেব মন্ডল
তুমি একদিন এসো নদীর কিনারে।
আমি তোমায় নিয়ে ঘুরতে যাবো,
শৎরতের ফুটে থাকা কাঁশ বনে।
তুমি খোপা বেঁধে এসো,
খোপায় পরাবো ফুটে থাকা কাঁশ ফুল।
মিটি, মিটি চাঁদের আলোয় গঙ্গা নদী পাড়ি দিবো দুজনে।
তুমি এসো আমার অর্ধাঙ্গিনী হয়ে,
রাখবো তোমার যতন করে।
তুমি নয় দাসী, তুমি হবে আমার মনের পরি।
শুধু বলো ভালোবাসি তোমাকে।
আমার পবিত্র মনের প্রেমের আলো সবটাই দেবো তোমাকে।
আমার সবকিছুর ভার তুলে দিবো তোমার হাতে।
তুমি এসো আমার কবিতার কবিশ্রী হয়ে।
তোমায় নিয়ে কবিতার ঝুড়ি পূর্ণ করবো নতুন করে।
গোটা জীবনের গোছালো ডাইরি ঘিরে শুধু লেখা থাকবে তোমাকে নিয়ে।
আমাকে তুমি সাজিয়ে রাখবে তোমার মতো করে।
সেখানে তৃতীয় কারো আগমন যেনো না ঘটে।
তুমি বিশ্বাস রেখো আমার উপরে।
তুমি চলে এসো আমার কবিতার কবিশ্রী হয়ে।
রাখবো তোমার খুব যতনে, পবিত্র প্রেমের বাঁধনে।
তুমি ও লিখবে কবিতা, গান, আমি তা পড়বো সারারাত।
দুটি হাত ধরে চলবো দুজনে জনম, জনম ধরে।