কলমে: মোঃ আব্দুল রহমান
নাইবা থাকুক বৃহৎ অট্টালিকা, নাইবা সোনার ঘর,
নাইবা থাকুক রাজ-প্রাসাদ, নাইবা রাজ - দরবার;
জীর্ণ হোক তবুও আমার কুটির, ঐ সবুজে মোড়া,
দু-দিকে তার ফুলের কানন, পাশে স্নিগ্ধ নদী ধারা।
নাইবা থাকুক নীল ঝাড়বাতি, নাইবা সুইমিং পুল,
সাঁঝের জোছনায় ভরা কুটির, ঝিঁঝির খুশির কুল;
নাইবা থাকুক রাজ ময়দান, নাইবা রাজার দেশ,
আমার উপরেতে খোলা আকাশ ঝিকিমিকি বেশ।
নাইবা থাকুক রাজ-প্রহরী, নাইবা থাকুক রাজপথ,
আমার খোলা প্রান্তরে বন্য পশু-পাখির নৃত্য রথ;
সেই রথের রাজা আমি কাটাই সুখের পরশে দিন,
আমার রাজ্যে আমি'ই রাজা, আনন্দ অন্তহীন !
আমার রাজ্যে নেইকো শাসন, নেইতো রাজতন্ত্র,
আমার রাজ্যে সবাই রাজা, চলে না কভু ষড়যন্ত্র;
মাঠ ঘাট নদী নালা শস্য শ্যামলা ঐ রাজার দেশ,
নেইকো বাঁধন, নেইকো বেড়ি, মুক্ত সোনার রেশ।
নাইবা থাকুক টাকা গাড়ি, সোনা দানা ভরি ভরি,
নাইবা থাকুক রাজ মোহর, নাইবা রাজ ছড়ি-ঘড়ি;
আমার কুটির দেবালয়ে আদর স্নেহ মমতায় ভরা,
স্বর্গের সুধা মেখে আমার কুটির স্নিগ্ধ ছায়ায় ঘেরা।
আমার রাজ্যে এলে পাবে অমর সুখ শান্তির স্পর্শ,
আমার রাজ্যে সবাই রাজা, সব রাজার এক আদর্শ!
নাইবা থাকুক সোনার অট্টালিকা, নাইবা রূপার ঘর,
আমার রাজ্যে তবুও সবাই রাজা, নয়তো কেহ পর।