কলমে: দেব মন্ডল
===========
আমি আসিয়াছি ফিরে, আমার জন্মভূমির বুকে।
সেই লাল সবুজের দেশে, যেথায় নীল নদ এঁকে, বেঁকে চলে।
যেথায় শালিকের ডাকে, নতুন ভোরের সূর্য হাসে।
হাসনাহেনা ফুটেছে আজ সুন্দর সুবাস নিয়ে।
ডালিমের ডালে বসে আছে বুলবুলি দুটি,
ওরা যানো প্রেমের আলাপ করিতেছে চুপি, চুপি।
এ মাটি বড় পবিত্র ইহার স্বাদ কোথাও পাইনি খুঁজে।
শেষ ঘুম, ঘুমবো তোমার বুকে, তুমি দিয়ো ঠাই শেষ বিকালে।
বর্ষা বিকালে ধেনু নিয়ে ফিরিতেছে রাখাল, গাইছে ভাওয়াইয়া গান।
তাই শুনে আমার মন ভরে যায়, জুড়ায় আপন প্রান।
চাঁদের রাতে কৃষক কাটিতেছে ধান গাইছে কতো ভাটিয়ালি গান।
গায়ের বধূ বুনিতেছে নকঁশি কাঁথা তুলিতেছে কতো ফুল।
আহা তাদের কারুকার্য কতো দারুণ।
ঝাঁউয়ের তলে জোনাক জ্বলে, ফুটিয়াছে কি সুন্দর শাপলা ফুল।
আমার মন চাইছে আজ হারিয়ে যাই, আমার বাংলার প্রকৃতির মাঝে।
এই বাংলা কি সুন্দর কি দারুণ।