কলমে: কমলেশ হালদার
জানি তুমি ব্যস্ত থাক,
সকাল থেকে রাত।
হাজার ব্যস্ততার মাঝেও খুঁজি
তোমার দুটি হাত।
তোমার মাঝে খুঁজে পেলাম,
ভালো থাকার স্বাদ।
প্রতিটা ক্ষন তোমায় ভাবি,
তুমি বোঝোনি মনবাদ।
তোমার নিয়ে স্বপ্ন মোর
এ মন ব্যাকুল উন্মাদ।
তোমার প্রতীক্ষায় প্রহর গোনা,
যেন চাঁদনী রাত।
তোমার জন্য সাজানো আছে,
ভালোবাসায় সিক্ত সাক্ষাত।
আমায় নিজের করে ভালোবেসো,
তবে হবো না বরবাদ।
জানিনা কখন আসবে চিঠিতে,
ওপারের সু সংবাদ।
হাতের উপর হাতটি রেখো,
পরন্ত বিকাল বেলা।
তোমার সোহাগ তপ্ত দহন
মিঠেল রোদে খেলা।
মৃত্যু এসে হাতছানি দেয়,
এসেছে তোমার পালা।
প্রতিটা ক্ষন নিজের ভেবো,
করোনা আর অবহেলা।