কলমে: আসমত আলী
অলস জীবন দুঃখের কারণ
কর্মে আনে সুখ,
কর্ম বিমুখ হয় গো যে জন
তার ললাটে দুঃখ ।
কর্ম করে জীবন গড়
ছেড়ে অলসতা,
অলস দেহ রোগের কারণ
মানে সকল জন তা।
'
'কর্মই ধর্ম' এই কথাটি
রাখতে হবে মনে,
কর্ম করে শান্তি মেলে
বলেন গুণি জনে ।
কর্মে মানুষ হয় গো মহান
মানুষ থাকে সাথে,
কর্ম গুণে সফলতা
জীবন চলার পথে।
কর্ম পাগল হবো সবাই
অলসতা বাদ,
কর্ম করে আনবো টেনে
সফলতার স্বাদ।।