কলমে- দেব মন্ডল
বৃষ্টির জলে কেউ মাতিয়াছে আনন্দ উচ্ছ্বাসে।
কৃষকের মাথায় হাত ধানের পাতা যায় মরে।
ধনীর নেই চিন্তা অঢেল টাকা আছে নিজ ঘরে।
কৃষক ফসল বেঁচিয়া দুবেলা দুমুঠো খবার আনে।
সেই ধানের পাতা যদি যায় মরে,
কিভাবে সোনার ফসল ফলাবে এই বাংলার বুকে।
বৃষ্টি ভালো কিন্তু অতিবৃষ্টি ভালো নয় এই জগত কল্যানে।
বন্যায় ভেসে গেছে দুঃখিনীর ঘর খানা নদী মাঝে,
শেষটুকু ছিলো ঘর বন্যায় চলে গেলো এবার।
কি করিবে বাচারী দুঃখিনী মেয়েটা।
তার কে বুজিবে দুঃখ কে বাঁধিয়া দিবে ঘর খানা,
কোথায় থাকিবে এবার।
রহিম চাচার ঘর খানা অতি বড় বড় ছিদ্র হয়ছে,
জলে থাকিতে পারে না আর রাত কাটে নিরঘুমে।
রহিম চাচা অবশেষে যায় গ্রামের মেম্বারের কাছে।
বাবু ঘর খানা মোর গেছে ভেঙে, যদি একটু সাহায্য করেন দয়া করে।
অবশ্যই ভোট দিয়েছো আমারে আমি খেদমত করিবো তোমাদের।
পাঁচ হাজার টাকা আনো বাড়ি যেয়ে অনুদানের ঘর আমি লিখিবো তোমার নামে।
অর্থ নেই বাবু আমার একটা ঘর দিবে অর্থ বিনে।
দূর সালা ভিখারী তুই মর বৃষ্টির জলে ডুবে।
এভাবে গরীবের দুঃখের সুযোগ নেয়,
কিছু অত্যাচারী বসে উচ্চ চিয়ারে।
কারো আনন্দ কারো দূঃখ এই জগত মাঝে।