কলমে: মোঃ আব্দুল রহমান
মন,
তোর আকাশ তো মস্ত বড়,
দিবি আমারে ঠাঁই? আমি না একটু বাঁচতে চাই!
ওরে, চুপ কেন তুই? কিছু তো বল।
জানি, বড়ই মহৎ তোর হৃদয়, দীপ্ত রবির আলো!
কেবল আমার জীবনটাই অন্ধকার, একেবারে কালো।
তোর আকাশে জোছনা আসে, আমার মেঘে ভরা,
তোর বসন্তের ছোঁয়ায় গুনগুন করে, আমার পাতা ঝরা।
ওরে মন, চুপ কেন তুই?
কিছু তো বল, আমি যে বড়ই অস্থির হই।
জানি, তোর আকাশে রঙিন ছবি ভাসে,
আমার কেবল অতীত স্মৃতির ধারা,
তোর আকাশে শ্রাবণের বাদল হাসে,
আমার কেবল দুখের অশ্রুধারা!
মন!
তুই দিবি রে একটু ঠাঁই? আমি বাঁচতে চাই!
আমার জীবন কষ্টের সাগর, নোনা জলের ঢেউ,
রোজ নিশীথে যন্ত্রণায় মরি, দেখে না তো কেউ !
তোর আকাশে তারার মেলা, ঝিকিমিকি কিরণ,
পাখির কূজনে, ঝিঁঝির গুঞ্জনে, ভরায় সরাক্ষণ।
আমার আকাশ গাঢ় অন্ধকার, কালবৈশাখীর ঝড়,
সবকিছুই তছনছ, কেবল বাজ পড়ে কড়কড়!
ভয়ে কেঁপে ওঠে আমার প্রাণ, মরলাম বুঝি হায়!
ওরে মন! বল না রে আমারে, আমিও বাঁচতে চাই!
ওরে মন!
কেন কাঁদিস তুই? কিসের কষ্ট তোর?
এত যন্ত্রণা কিসের বল? মুখ কেন ভার?
যদিও রবির কিরণে তোর আকাশে উদিত নতুন ভোর! তবুও কাঁদে তোর অন্তর?
অশ্রুজলে, মুচকি হেসে, বলল তবে মন;
"কথার আঘাত বড়ই আঘাত, শুনি সারাক্ষণ!
যে যেমন পারে, বলেই চলে, চৌচির আমার অন্তর,
শুনেই চলি, সয়েই চলি, ইচ্ছে করে না বাঁচতে আর!
তবুও রোজ মরেই বাঁচি, কথার আঘাতে কাটে না প্রহর।
সব সইতে পারি, ভোলা যায় না কভু কথার ঝঙ্কার।"
ওরে মন,
বুঝলাম তবে, কাঁদিস কেন তুই,
ধরার বুকে সবই ফাঁকি, বাঁচা-ই চ্যালেঞ্জ,
জানলাম আজ মুই।