কলমে: মোঃ আব্দুল রহমান
সেদিনের জবাবটা ভীষণ নিরলস ছিল।
সত্যিই, ভীষণ শক্ত এবং নির্মম;
যার নির্যাস আজও স্মৃতি মন্থর করে,
আজও স্বপ্নের ঘোরে রাতের অন্ধকারে কাঁদায়।
নিস্তব্ধ, নিশ্চুপে গুমোট বাধে অন্তরে কালো ধোঁয়া;
যার পরিণাম মনের দহন! ইশ, এ যে তুষের আগুন;
যতই নেভাতে চেয়েছি, ততই অন্তর পুড়িয়ে দেয়।
নীলাভ প্রদীপের শিখা জ্বালতে চেয়েছিলাম…!
চাঁদের জোছনায় ভরাতে চেয়েছিলাম…!
এখন ভালোবাসার আগুন জ্বলছে হৃদে;
যার আতশে ঝলসে গেল দেহ, মন, প্রাণ…!
বলো বাঁচি কি করে? কে তুমি?
আজও স্বপ্ন দেখি, কিন্তু বেরঙিন,
আজও প্রেমের স্পর্শ লাগে হৃদয়ে কিন্তু যন্ত্রণাময়,
আজও ছবি ভাসে দু-নয়নে কিন্তু মৃতপ্রায়!
ফুলের তোড়া থেকে রোজ ঝরছে একটি গোলাপ:
ঐ আলতা পরা পায়ে নূপুরের ছন্দে বেজেছিল,
সেই তুমি বলেছিলে বাঁকানো চোখে, মুচকি হেসে;
” কি দেখছো? লজ্জা করে না? পাগলু কোথাকার!
– এভাবে কেউ তাকায়? শরম লাগে আমার!”
আমার মনে সেদিনও আগুন লেগেছিল, তবে বসন্তের।
আজ যে আগুন জ্বলছে, তা মরণের…!
বুঝিনি তখন তুমি কে? আজ বুঝলাম….!
আমার ভালোবাসা মিথ্যা ছিল না!