ধরণীর বুকে জ্বলছে আগুন দাউদাউ
ঝলসে যাচ্ছে চোখের জ্যোতি;
ঐ স্বর্গীয় সুধা কি হবে শবদাহের ছাইয়ে,
ঝাঁঝরা দেখো ঐ বুকের ছাতি।
দুমুঠো অন্নের তাড়নায় বাড়াই হাত
বাঁচার ইচ্ছেটা যেন শেষ সম্বল,
জানত, 'স্বরাজ সবার সমান সমান'
কিন্তু না, তারাই আজ কাঙাল।
দেখো ঐ পেটের জ্বালায় স্বপ্ন উধাও
যাচ্ছে গোনা ঐ দেহের পাঁজর,
বলছে, আর দেরি নয় চালাও বুলেট
মৃত্যু চাই! বুক করে দাও ঝাঁজর।
ক্ষুধার জ্বালায় দেখো ঐ বিশ্ব পোড়ে
যন্ত্রণায় ছটফট ফুলের মন,
কি লাভ তবে জীবন শেষে ঐ স্বর্গবাস,
বাঁচার আঙিনায় অঝোরে মরণ!
হে বসুন্ধরা! লিখে রেখো মোর নামটি
জলে বাতাসে তাজা রক্তের ঘ্রাণ,
ক্ষমা করো না কভু তাদের, দয়াময় প্রভু
যারা কেড়েছে সবুজ তাজা প্রাণ!