কলমে: মোহঃ ইন্তেখাব আলম
তোমার অবহেলা যেন নদীর বুকে শূন্য ঢেউ,
চোখের জল ঝরে পড়ে, তুমি হলে মনের ঢেউ।
তোমার প্রতিটি শব্দে ছিল কেবল মায়ার জাল,
আমি ভাবলাম ভালোবাসা, তুমি খেললে প্রতারণার পাল।
তুমি এলে রঙিন স্বপ্নের মতো, ভাঙলে সব আশা,
তোমার প্রতিটা ছলনায় খুঁজে পেলাম বিষাদের ভাষা।
তুমি দিলে আশার আলো, নিয়ে গেলে সব কিছু,
তোমার প্রতিটি শব্দ ছিল শুধুই বিষের লিচু।
আমি মুগ্ধ হয়েছিলাম, বেধেছিলাম সত্যের গান,
কিন্তু জানিনি, তুমি ছিলে মিথ্যার পরিপূর্ণ এক দান।
তোমার প্রতিশ্রুতির ছিল কেবল শূন্য এক সুর,
আমি বুঝতে পারিনি, তোমার হৃদয়ে ছিল না কোনো নূর।
তুমি ছলনাময়ী, তোমার চোখের চাহনি ছিল ছুরি,
প্রথমে ভাবতাম মায়া, পরে বুঝলাম অন্ধকার ভরি।
তুমি ছলনাময়ী, তোমার রূপ ছিল এক মায়াবী ফাঁদ,
তুমি হেসেছিলে আমার ওপর, আমি ভেবেছিলাম সুখের সাধ।
তুমি ছলনাময়ী, আজ শুধু থাকলে স্মৃতির মতো,
তোমার প্রতারণা আর ছলনা, আমার জীবনে নিঃসঙ্গ রাতের মতো।
তুমি দিয়েছিলে মিথ্যে স্বপ্নের রঙিন ছবি,
তুমি গেলে খালি হাতে, আমি থাকলাম নিঃসঙ্গ কবি।