রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

কবিতা: জাফরানী জ্যামিতি

Coder Boss
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৪১ Time View

কলমে: শেখ আশরাফ

যদি পাও কোনোদিন সময়!
গ্রামের শেষে সেই পথের বাঁকে এসো একবার,
ওখানে রোপন করবো কৃষ্ণচূড়ার দুটি চারা..
ওদের নাম রাখবো মিসৌরি আর নীলাঞ্জন।

যদি পাও কোনোদিন সময়!
তাহলে ওড়না দিয়ে ঢেকে নিয়ে এসো একটা হলুদ বিকেল,
তরুণী তরী বেয়ে চলে যাবো ধোঁয়াশার অন্তর্বাস পরা দূরের গ্রাম..
ফেরার পথে কাশ বনের কোলে রেখে আসবো কোজাগরী চাঁদ।

যদি কোনোদিন পাও সময়!
তাহলে চলে এসো জলন্দির ভিজে বিলে,
তোমার আটপৌরে শাড়ির আঁচলে তুলে রাখবো কচি কলমি শাক..
ফেরার সময় পরিযায়ী পাখিদের ডানার শন শন শব্দ শুনতে শুনতে বেছে নেবো আপন আপন আল পথ।

যদি কোনোদিন পাও সময়!
তাহলে একবার এসো বকুলতলার নীলিমা ছায়ায়,
শেষ বারের মতো চিবুকে আঁকবো গোলাপি অনুভূতির অনুমালিকা..
আঁখির কোণে লুকিয়ে রেখে দেবো ভালোবাসার জাফরানী জ্যামিতি।

SAFFRON GEOMETRY
SK ASRAF

If you ever get a little time!
At the end of the village come to the bend of the road once,
We will plant two seedlings of Krishna Chura there.
We will name them philanthropic Missourie and amorous Nilanjan.

If you ever get a little time!
Then bring a yellow afternoon covered with a veil,
We will go to the distant village in the underwear fog by the teenage boat..
On the way back, we will leave Kojagari full moon in the lap of Kash bush.

If you ever get a little time!
Then come to the wet bill of Jalandi,
We will put the green Kalmi leaves on the veil of your saree.
In the returning we will choose our own path by listening to the sound of the wings of migratory birds.

If you ever get a little time!
Then come once to the bluish shade of Bakul yard,
For the last time, we will draw the pink feeling on toned chin.
We will hide the saffron geometry of love in the corner of our eyes.

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102