কলমে-দেব মন্ডল
আজ এ নতুন প্রভাতে,নতুন করে সূর্য হাসে।
আজ জেগেছে নবীন তরুণ জেগে উঠেছে।
ওরা প্রতিবাদী, ওরা অকুতোভয়ী,
ওরা সোচ্চার, ওরা মানে না কোন অন্যায় অত্যাচার।
বুকে বিজয়ের সপ্ন আঁকা দু-চোখে অগ্নি শিখা।
তোরা আজ বিজয়ের বাজনা বাজা।
এ যেনো রুদ্র নয়নে অন্যায় ধ্বংসী পাগলা ভোলা।
এ যেনো অন্যায় ধ্বংসী রুদ্র রূপে নবীন তরুণ,
ওরা রাজ পথে দিয়েছে রক্ত,গড়িয়াছে নতুন বিশ্ব।
ওদের হুমকারে আজ অন্যায় হবে ধ্বংস, ওরা গড়িবে নতুন বিশ্ব।
ওরা নবীন তরুণ ওরা সোচ্চার, ওরা উদিত সূর্য এক।
ওরা ভেঙে চুড়ে সব করিবে খন্ড,খন্ড অন্যায়ের কালো হাত।
সাবধান, অত্যাচারিরা সাবধান,
ওরা নতুন পৃথিবীর নতুন প্রান, ওরা নতুন সুরে, নতুন করে বাঁধেছে গান।
ওরা বিশ্বকে করিবে নতুনত্ব দান, ওরা নবীন তরুণ ওরা এই বিশ্বের প্রান এক।
ওরা পৃথিবীর কোনায়, কোনায় জেগে উঠেছে আজ।
ওরা নতুন বিশ্বের নতুন ফুল ফুটাবে আজ।
আজ নবীন তরুণ একসাথে জেগেছে সবাই, গাইছে নতুন করে বাঁচার গান।