কলমে: মোঃ আব্দুল রহমান
আকাশের পানে চেয়ে দেখি
একে একে তারা ঝরছে...
তবে প্রকৃতির ডাকে তারা হেঁটেছে।
যেতে কোনো কষ্ট নেই তাদের,
বরঞ্চ চোখে মুখে হাসিখুশির প্রলেপ...!
বড় কষ্ট হয়, হঠাৎ হৃদয় নিংড়ে ওঠে
যখন তাকায় পথ পানে...
কত নিষ্পাপ ফুল ঝরছে, শত শত হাজারো।
পায়নি ঠাঁই, নেই আস্তানা,
তাদের যেতে হচ্ছে বড় যন্ত্রণায়...
ঐ চোখে মুখে হাহাকার ! বুভুক্ষু অন্তর !
কি হবে তবে সেই শাস্ত্রের বাণী?
কারুকার্যে সজ্জিত দেবালয়...!
মরণ দেখি মনুষ্যত্বের, তাজা তাজা লাশ,
পথের প্রান্তে বিভীষিকার দৃশ্য; বড়ই অদ্ভুত...
বুঝলাম, আকাশের তারা খসে
প্রকৃতির মধুর ডাকে...
কালের স্রোতে বহমান।
ধরার সবুজ তারা খসে আমিত্বের মোহে,
নিষ্ঠুর, ভয়ংকর, সময়ের সাথে চলমান...!