কলমে: পত্রলেখা ঘোষ
ধনতেরাস এক নব উৎসব
এই বাংলার বুকে,
নানান জনে নানান জিনিস
কিনছে মনের সুখে।
কেউ বা কেনে স্বর্ণ দ্রব্য
কেউ বা রূপা কেনে-
তামা পিতল দ্রব্য কিনে
লক্ষ্মী আনছে টেনে।
নতুন হুজুগ সবার এবার
ঝাঁটা কিনছে বেশ,
সংস্কৃতির নতুন ধারা
পকেট হচ্ছে শেষ।
বলতে পারো গরীব লোকে
কি বা কিনতে পারে!
তাই কি তারা লক্ষ্মীভ্রষ্ট
জীবনযুদ্ধে হারে?
কলিযুগে সাধ্য মত
দানটি করলে ভাই,
লক্ষ্মী তোমার ঘরে রবে
সন্দেহ তায় নাই।
গরীব লোকের হাসি ফুটুক
তোমার কিছু দানে-
দান কভু হবে না ব্যর্থ
সর্বলোকে জানে।
লক্ষ্মী রবেন গৃহে বাঁধা
ভক্তি করো তাঁরে,
মানবিক হও সবার আগে
সৌভাগ্য কে কাড়ে!