কলমে: মোঃ আব্দুল রহমান
থমথমে এবং রুক্ষতায় আবিষ্ট;
জীবন যেন মরুপ্রায়! শুষ্কতায় পরিবেষ্টিত।
গাঢ় অন্ধকার ! কালো মেঘে আচ্ছন্ন !
কোনো আশা'ই নেই বাঁচার, তবুও বাঁচতে চাই।
মনের আকাশে কভু সোনার রবি উঠবে কি জানা নেই।
আপন বেগে চোখের নদী বহমান!
এ যে নোনতা জল! বড়ই অদ্ভুত।
অঝোরে গড়ে পড়ে। সেই স্রোতে ভাসে অতীত স্মৃতি।
নাম না জানা অনেক দেশ'ই তলিয়ে গেল।
কত জনপথের চিহ্ন মুছে দিয়েছে।
আপন করতে পারেনি কাউকে, তবুও বাঁচতে চাই।
সময় বড়ই অদ্ভুত ! ভীষণ বিচিত্র !
কখনো যন্ত্রণা উপমিত করে, কখনো দগ্ধে বহমান।
কখনো খুশির ঝরনা, তো কখনো ভাঙা আয়না!
ইশ! জীবন যেন নদী! স্রোত হারা! গতি হারা!
সময়ের আবহে দিশাহারা! সঙ্গী হারা!
অপূর্ব সুন্দর ! অপরূপ বসুন্ধরা! তবুও বাঁচতে চাই।
কেবল চেয়ে চেয়ে দেখি,
ধরণী নব সজ্জায় সজ্জিত, উজ্জীবিত!
নব রবির কিরণে সব যেন ঝিকিমিকি করছে।
প্রাণ ফিরে পেয়েছে আবার সবাই।
বলছি রাজপথে কবে সেই সূর্যটা উঠবে?
ভারাক্রান্ত মনটা আবারও আলোয় ভরে যাবে!
বলো, ফিরবে কি তারা নতুন ভোরের আলোয়?
তবুও বাঁচতে চাই ! সত্যি বলছি, বাঁচতে চাই!