কলমে: মোঃ আব্দুল রহমান
একটি পাখি ভীষণ সুন্দর! অপূর্ব দেখতে;
নীল চোখ, লাল ঠোঁট, বাহারে পালক!
চমৎকার ডানা দুটি মেলে হঠাৎ উড়ে এল
আমার আঙিনার বাতাবি লেবুর ডালে।
আমি চমকে গেলাম, ভীষণ অবাক হলাম।
শুধাই তারে, নাম কি তোমার?
বলে সে, আমায় নীলকণ্ঠ বলে সবাই ডাকে।
বললাম আমি, কোথায় তোমার বাস?
বলল সে, আমি ভিনদেশী, আমার ভিন্ন আবাস।
– কেন এলে তবে হেথা?
– চাই বলতে মনের যত জমানো শোকগাঁথা।
– বলি, তোমারও দুঃখ আছে? মন খারাপ হয়?
– চেয়েছিলাম পেতে বুকভরা ভালোবাসা! এখন ভয়!
– বললাম তবে, আমার বুকে বাধবে বাসা?
পূর্ণ করবে আমার সকল প্রত্যাশা!
– বলে সে, যে দেয় আমারে ঠাঁই, সে সব হারায়।
– বললাম তবে, হারানোর আর কি আছে? সবই গেছে।
– কি হারিয়েছো বন্ধু ?
– হৃদয় নিংড়ানো ভালোবাসা! স্বপ্ন আশা !
– তুমি? তোমার কিসের যন্ত্রণা? চাপা কষ্ট?
– বিরহের যাতনা করল সব নষ্ট।
ইশ্…হলাম নীড়হারা।
– তবে তুমিও সাথীহারা! অশ্রুজলে সিক্ত ! ইশ্…!
– বলি বন্ধু হবে? নীলে যাবে আমার সাথে?
– ইচ্ছে হয় ভীষণ। কিন্তু কোথা পায় ডানা?
– এসো বন্ধু , এসো, উড়ে যেতে নেই মানা।
– ভয় হয়! যদি ছেড়ে দাও! যদি ফেলে যাও!
– আমি প্রতারক নই, ভরসা রাখো, হাত বাড়াও!
দুজনে চলি আজ ঐ নীলে,
মনের আনন্দে, খুশিতে, হেসে-খেলে!
আজ ব্যথা সব যায় ভুলে, চলো সুদূরে যায় চলে!
আজ দুজনে দুজনার ডানা মেলে!