কলমে: জাসমিনা খাতুন
রামপুরহাট, বীরভূম, ভারত
নীলিমায় ঘুমিয়ে ছিল সবুজে ঢাকা পাহাড়, আমাদের ভুরু ছিল সোজা; সুতো ধরে পাহাড়ের কিনারে ঝুলছিল চাঁদ।
আকাশের নিচে দাঁড়িয়ে স্বপ্ন দেখা পাহাড় হতে চেয়েছিল চকোরির ডানা।
সারারাত প্রতীক্ষায় ঝরেছিল ঝরনা, ভালোবেসে মুছে দিয়ে যাও লুকানো সব কালির কালিমা; বলেছিল ভূমি শয্যায় হার মেনে সাত কাহন আয়না।
শিলা মন্ডল পোড়া পাগলামি পান্না, পাহাড়ি পোশাক পালটে আঙুলের শোভা পেলো, চমক লাগানো প্রতিশ্রুতির উল্কাতে উঁকি আর মারে না।
আমাদেরও খিদে পায়, তবুও মেঘের আড়ালে লুকিয়ে থাকা পাহাড়কে ছুঁতে যায় না।
তদন্ত শেষে ফিরে আসি, অ্যালবামে সাজিয়ে রাখি; ওর বুকের আগুন কথা একবারও লিখি না।