কবি: প্রিয়াংকা নিয়োগী
কবি কুসুমকুমারী দাশ বলেছিলেন –
আমাদের দেশে কবে সেই ছেলে হবে,
কথায় বড়ো না হয়ে কাজে বড়ো হবে।
ভারত দেশে সেই ছেলে ছিলো,
কথায় বড়ো না হয়ে কাজে প্রমাণ দিলো।
রাজা নিজেকে ঘোষিত করেননি তিনি,
করেনি রাজার মতো হাবভাব,
প্রকৃতই রাজা ছিলেন,
বোঝা যাচ্ছে আজ।
দেশের জন্য ছিলো,
গভীর ভাবনা গভীর দরদ,
উজাড় করে দিয়েছেন আয়ের বেশিরভাগটাই,
দুঃখীদের জন্য।
বুঝতে দেননি তিনি,
রাজত্ব তিনি করছেন,
সমস্ত মানুষ তাকে নিয়ে সুখী ছিলেন।
মানবিক রাজা হিসেবে নজির গড়লেন,
ভালো শিক্ষা গ্রহণে সবসময় তৎপর ছিলেন।
এমন এক রাজা,
যার ছিলোনা প্রজা,
সবার প্রতি ছিলো তার শুভকামনা।
শিল্পপতি ছিলেন,
ছিলেন সমস্ত রকম শিল্প বাণিজ্যের মালিক,
তার ব্র্যান্ড মানুষের খোরাক,
নিতে পারলে নিজেও দামী।
“প্রথম প্রকৃত রাজা,
তিনি রতন টাটা”।