প্রথম দৃষ্টিতে ঘুমের আলতো ছোঁওয়া।
রাতের দীর্ঘ নিদ্রায় দু আঁখি ধোওয়া।
হাল্কা আলোয় গৃহের মায়াবিনী দৃশ্য।
এখনও জাগে নি দিবসের মুখর বিশ্ব।
আকাশ অপেক্ষায় তাকিয়ে থাকে।
এই বুঝি প্রথম বিহঙ্গ উড়বে খোলা পাখে।
পূবের দিগন্ত নিজেকে সাজিয়ে রাখে।
সবিতার আগমনে ধ্বনি তুলবে ধরা শাঁখে।
আমার ঊষার প্রথম ভাবনায় ভক্তি।
সারাটি দিন হেসে থাকার শুরুর শক্তি।
জানলা দিয়ে দেখি ভাবুক শুকতারা।
ও আমার আবেগী মনকাড়া।
নীরব নগরী নিত্য আমাকে ওঠায়।
আমার কবিতা দিয়েই সে আলো ফোটায়।
সারা দিনে কর্মের রথ ছোটায়।
হৃদয় ছন্দে জীবন সকলেরে জোটায়।
প্রথম হয়ে যায় অনন্ত কাল।
আমি দেখি রক্তিম গগনের ভাল।