কলমে: বাপী নাগ
ফাগুনের বাতাস আজ বইছে
ফুল ফুটেছে বনে।
গাছের ডালে ডাকছে কোকিল
খুশি আজ মনে।
ফাগুনের এই আকাশে বইছে
হালকা হালকা বাতাস।
মন হারায় আজ রঙিন ক্ষণে
দূরে ঐ নীল আকাশ।
শীতের এদিন হলো আজ শেষ
আসছে গ্রীষ্মের আগুন।
ভীষণ আনন্দ আজ আমাদের
আসলো আজ ফাগুন।
ফাগুন মানেই প্রেমের পথিক
নতুন কিছু পাওয়া।
তোমারই ছোঁয়ায় শান্তি মেলে
কাছে তাই যাওয়া।
ভ্রমরা চলেছে আজ দল বেঁধে
পাখিরা যায় বহুদূরে।
হারাবে ভালোবাসায় মেঘের
পালকিতে উড়ে উড়ে।
বসন্তের এই রঙে মন মেতেছে
আজ সবার মনে।
বসন্তের নানা রঙে হোলি খেলা
দোলা দেয় প্রাণে।
বসন্তের নানান সাজে খোঁপায়
ভরা রঙিন ফুলে।
মনের এইযে ঝর্ণাধারা ফাগুনে
তুমিই যেন এলে।