কলমে : শেখ আশরাফ
ধর্মশালার মাঠে রথের মেলা দেখা হয় নাই কয়েক বছর,
অভিযোজনের সমীকরণে আলাদা আলাদা করে থাকে সবাই..
আটপৌরে জীবনের আদুড় আনন্দগুলি হারিয়ে গেছে ব্যস্ততায়,
এখন কেউ আর আসে না রেল কলোনির টিনের আটচালায়।
চেনা চোখগুলি খুঁজি মেলার মাঠের ধারে দেবদারুর ছায়ায়,
চেনা রাস্তায় অচেনা চোখে মুখে বহমান নবীনের বান..
গৌরপ্রাঙ্গনের মাঠে রামধনু আবির ছুঁতে পারে না নিটোল গাল,
জনস্রোতের মাঝে একজন হাত বাড়িয়ে জিজ্ঞাসা করেছিলো : বন্ধু কেমন আছিস?
ক্ষুধার্ত উদর অপূর্ণ ইচ্ছাদের ভিড়েও রংচটা বারান্দায় উঠতো কৌতূকের ঝড়,
গভীর রাতে ভেসে আসতো জীবনানন্দ দাশ আর জন ডানের কবিতা..
এতো অভাবের মাঝেও হৃদয়ে ভরাট হয়ে থাকতো বন্ধুদের নির্মল সমানুভূতি,
রথের মেলাতে দশ জনের মাঝে নিমেষে উড়ে যেতো তিনটি জিলিপির বাদামি শরীর।
ওখানে আর কেউ আওড়ায় না ভালোবাসার স্বরচিত আপ্ত বাক্য..
কোন জীবনের কীসের নেশায় হারিয়ে গেছে বন্ধুদের মনোহরণ সামিয়ায়না অধরা ধরায়!
FRIENDS
SK ASRAF
A chariot fair has not been seen in Dharamshala grounds for several years,
Everyone stays in different shelter in the adaptation equation..
The joys of life in conventionality have been lost in unknown busyness,
Now no one comes to tin hut of rail colony.
I do search for familiar eyes in the shade of the cedars by the fairgrounds,
In familiar streets, unfamiliar faces are carrying the freshman’s togetherness..
The chubby cheek cannot touch the rainbow abir in the field of Gauraprangan,
In the middle of the crowd, one raised his hand and asked: How are you, friend?
A storm of humor was rising in the colour faded balcony even in the crowd of hungry stomachs and unfulfilled desires,
Jibanananda Das and John Dunn’s poems used to float late at night..
Even in the midst of such lack, the heart was filled with the pure sympathy of friends,
The brown bodies of three jilipis would instantly fly between the ten people in the chariot fair.
There is no one else to utter the words of their philanthropic love.
What kind of life is lost in the addiction of friends heart throbbing phantoms caught elusive!