কলমে - দেব মন্ডল
বন্ধু তুমি কেমন আছো, আমাদের ছোট গাঁয়ে।
আগের মতো এখন কি আর দিঘির জলে শাপলা ভাসে।
নদীর কূলে আগের মতো এখন কি আর আড্ডা জমে।
নদীর জলে রাজহাঁস কি আজও গা ভিজিয়ে চলে।
সবুজ পাতার ঝোপের ভিতর জোনাক কি আর জ্বলে।
বর্ষা বিকালে ব্যাঙগুলো কি আগের মতো সাজে।
বাদ্যযন্ত্রের বাজনার তালে, আজও কি গানের মেলা বসে।
দাদুরা কি তামাক সেজে আগের মতো হুঁকা টানে।
বাবুই পাখির বাসাগুলো কি আজও তালে গাছতে দোলে।
নবান্নের ওই পায়েসের মেলা আজও কি সেই আগের মতো সাজে।
রাতের বেলা আজও কি সেই গাদন খেলা চলে।
সর্দ্দার সাহেবের মাঠে কি আজও যাত্রা আসর বসে।
নদীর বুকে এখনো কি মাঝির নৌকা চলে।
ঈদ - পুজাতে সবাই কি সেই আগের মতো মিশে।
অশ্বীন দাদা, রহিম চাচা ওরা সবাই কেমন আছে,
ওদের মধ্যে সেই ভালোবাসা কি আগের মতো আছে।
নাকি কালের স্রোতে হারিয়ে গেছে ওদের ভালোবাসা।
গ্রামের সবাই কি আজও আছে একসুত্রে গাঁথা।
নাকি কালস্রোতে সবাই এখন হয়ে গেছে ফাঁকা।