কলমে- শেখ আশাদুল ইসলাম (আশা)
বাংলাদেশের মেয়ে তুমি নাহিদা নামটি তোমার মিষ্টি।
তোমার ওই রুপ সৌন্দর্য আল্লাহ পাকের সৃষ্টি।।
তোমার সাথে বন্ধুত্ব হলো হাতের মুঠো ফোনে।
তোমার সাথে ফান করি বলে তুমি ব্যথা পেওনা মনে।
নিজেকেই খারাপ লাগে নিজের আচরণে।
জানিনা আমাকে করবে কি ক্ষমা কখন কোথায় কোন ক্ষণে।।
নরম কোমল মনটি তোমার নামটি তোমার নাহিদা।
লোভ নেই লালসা নেই নেইতো কোন টাকা পয়সার চাহিদা।
তোমার জীবনে নেই তো কোন কিছুর অভাব আছে শুধু বিলাসিতায় ভরা।
তোমার ওই সন্তান দুটো যেন ওই আকাশের উজ্জ্বল দুটি তারা।
এ জীবনে পেয়েছো তুমি মনের মত বর।
তোমার জীবনে বইতে থাকুক প্রেম আনন্দের ঝড়।
ভারত তথা কলকাতার বন্ধু বলে ভেবোনা আমায় পর।
এই বাংলা থেকে দোয়া করি তুমি ভালো থাকো। ভালো থাকুক তোমার বর।
আমার সঙ্গে কথা বললে তোমার মনে ভিড় করে কি বিষন্নতার স্বাদ।
তাহলে আমার মত বন্ধুকে মনের খাতা থেকে তুমি দিতে পারো বাদ।
চাইনা আমি আমার কথায় আমার বন্ধু ব্যথা পাক।
আমাদের এই বন্ধুত্ব আজীবন অটুট থাক।