কলমে- দেব মন্ডল
বিপ্র আজ চলিয়াছে মুসাফির বেশে,
আকাশ, বাতাস, পাহাড় পর্বত সব বাঁধা ছিন্ন করে।
কোথায় মিলবে শান্তি, কোথায় পাবে সুখ।
মশাল হাতে চলিতেছে পৃথিবীর একুল- ওকুল।
বিপ্র দেখেন সব খানে হিংসা, জরাগ্রস্ত এই ধরনী মাতা।
বিপ্র ভাবেন মৃত্যুতে মনে হয় অনেক সুখ,
মরিবার উদ্দেশ্য বিপ্র চলিলেন নদী তটে।
মরিবার জন্য প্রস্তুত এবার ঝাপ দিবে নদী মাঝে।
পিছনে দাঁড়িয়ে কে ডাকে, দাঁড়াও বালক
এ শরীরের প্রতি তোমার কি আছে অধিকার,
পরের দেওয়া শরীর নিয়ে করো কেনো এতো অহংকার।
আত্মাহত্যা মহাপাপ সকল ধর্ম বলে।
বিপ্র বলেন সাধু কোথায় মিলবে শান্তি, কোথায় পাবো সুখ।
সাধু বলেন সৎ পথে করিয়ো গমন, মানব কল্যানে রাখিয়ো মন,
স্রষ্টার প্রতি বিশ্বাস রেখে চলবে সারাক্ষণ।
এপারেও মিলবে সুখ, সে পারে ও সুখ,
মৃত্যু হবে তোমার গৌরবের নেই কোন ভুল।
এই বলে সাধু চলে গেলেন গভীর অরাণ্যে
সাধুর কথা জীবন পথেয় করে চলিলেন বিপ্র নিজ দেশ।