কলমে: আজিজুল হাকিম (মুর্শিদাবাদ, ভারত)
কেবল বৃষ্টির ফোটাই জানে
অবুঝ ভালোবাসার মানে
বৃষ্টির ফোঁটায় উপচে পড়ে
মায়া, মমতা, দরদ;
তাইতো বৃষ্টির ফোঁটায় তোমার চিকচিকে গাল।
বৃষ্টির ফোঁটায় ধেয়ে আসে অরণ্য পাখির গান
চোখের সামনে ঝলসে ওঠে সবুজ শিহরণ।
নেচে উঠে বনানীর ময়ূর পেখম
সৃষ্টির আনন্দ ধারায়।
বৃষ্টি ফোঁটায় নেমে আসে ভাঙ্গন
নেমে আসে গৃহহারা বিলাপ
নেমে আসে হতাশা
অবসাদ জীবন।
বৃষ্টির ফোঁটায় ঝরে যায় পাওয়া অথবা হারানোর গান;
তোমার চোখের আকাশে আমাকে মেঘ হতে দাও
আমি বৃষ্টি হব,
ঝরেঝরে পড়ব তোমার মুখে, বুকে
তোমার নদীতে আনব কবিতার স্রোত
সৃষ্টি- লয়ের খেলায় মেতে উঠব
তুমি আর আমি।
খেলবে না?