রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন

কবিতা : ভাইফোঁটা

Coder Boss
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৪৭ Time View

কলমে: পত্রলেখা ঘোষ

ভাই ও বোনের মিলনোৎসব পবিত্র ভাইফোঁটা,
ভাইয়ের তরে বোনের আজকে ভাইয়ের বাড়ি ছোটা।
কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ার এই দিনে-
বোনরা আনে নানান কিছু ভাইয়ের জন্য কিনে।

যমুনা দেয় যমকে ফোঁটা চায় ভায়ের দীর্ঘায়ু,
তার ই মতো বোনেরা চায় বাড়ুক ভাইয়ের আয়ু।
নরকাসুর বধান্তে কৃষ্ণ যায় সুভদ্রার কাছে-
ফোঁটায় বরণ করেন ভাইকে অমঙ্গল হয় পাছে।

বোনেরা সব থালায় ভরে প্রদীপ চুয়া চন্দন,
ফোঁটা দিয়ে মিষ্টি দিয়ে বাড়ায় প্রীতি বন্ধন।
ভায়েরাও তো দিয়ে থাকে নানান উপহার –
এ সম্পর্ক ভেঙ্গে দেবে সাধ্য আছে কার?

ধনীর ঘরে মহাভোজ আজ খুশির অন্ত নাই,
গরীব ঘরের বোনেরাও চায় ভালো থাকুক ভাই।
ঘরে ঘরে শঙ্খ বাজে খাদ্য রাশি রাশি –
সেই সাথে আজ প্রস্তুত থাকে ইংলিশ চিংড়ি খাসি।

ভাইবোনেরা ভালো থাকুক মন হোক প্রীতি ভরা,
যুগ থেকে যুগ চলতে থাকুক এমন পরম্পরা।
ভাইফোঁটার এই মিষ্টি সকাল না হয় যেন শেষ –
সারা জীবন থেকে যাক এই ভালোবাসার রেশ।

হৃদয়ের টানে অটুট থাকুক অক্ষয় চির বন্ধন,
ভালোবাসার নিবিড় টানে প্রসন্ন থাক মন।
বোনের সম্মান রক্ষা করার শপথ নিও হে ভাই-
ধর্ষকের হাত গুঁড়িয়ে দাও প্রার্থনা জানাই।

(আমার সকল দাদা ও ভাইদের জন্য ভাইফোঁটার শুভেচ্ছা)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102