কলমে- এম. শাহেদ সারওয়ার
বর্ষা বাদলে থাকে সদা
রাস্তা ঘাট ভেজা
পাকা রাস্তায় হাটঁলে সেথা
চলে পা সোজা।
শহরের মানুষ গ্রামে আসলে
রাস্তা দেখে কাদা
খালি পায়ে বর্ষায় হাটঁলে
পায়ে লাগে ব্যাথা।
শীতের সকালে ভোরের কুয়াশায়
রাস্তা যায় ভিজে
চলছি পিচঢালা ভেজা রাস্তায়
দূর অজানায় খোঁজে।
নিজের হাতে পড়িয়ে দেবো
পায়েল তোমার পায়ে
কাশ ফুলের বিলি কাটবো
তোমার কোমল গায়ে।
বৃষ্টি এলে ভিজবো দুজন
পড়বো তোমার মোহে
চিরকুটের ভাবের আদান প্রদান
নিত্য নতুন বইয়ে।