কলমে: সরবত আলি মণ্ডল
যখন ছিলাম মাতৃ জঠরে
বেশ ছিলাম মহাসুখে
দেখিনি যখন পৃথিবীর আলো,
উপভোগ করিনি সুখ এবং দুঃখ কি!
স্বপ্ন গুলো সব লুকিয়ে ছিল সুপ্তাবস্থায়
সেই ছিল অনেক ভালো।
আমি চাইনা মাতৃ জঠর থেকে
দেখাতে আমার এ মুখ,
এখানেই বিনাশ হোক।
তিলোত্তমার মতো করে যদি কেড়ে নেয় আমার সব সুখ।
কি লাভ ভূমিষ্ঠ হয়ে!
বড়ো হলে, সুন্দরী হলে
এ ধরাধামে নরকের কীটদের
লালসার শিকার হতে হবে,
খুবলে খাবে কোমল মাংসপিণ্ড।
তার চেয়ে মাতৃ জঠরে বিনাশ হওয়াই ভালো।
মা গো, ভ্রুণেই যদি দেখ আমি মেয়ে
তাহলে তোমার আমার অপমান।
তার চেয়ে তুমি আমাকে ভ্রুণে বিনাশ করো।