কলমে: মোঃ মুরসালিন হক
মানুষ রূপে জন্ম নিলেই
মানুষ হওয়া যায়না ভাই,
আসল মানুষ হতে গেলে
মনুষ্যত্ব থাকা চাই।
সার্থান্বেষী মানুষ যারা
বিবেক হারা তারা হয়,
ভদ্র বেশে থাকে তারা
মিষ্টি সুরে কথা কয়।
নিজের স্বার্থে উদগ্রীব হয়ে
ছুটছে যারা জীবন ভর,
তাদের নিকট অর্থই বড়ো
প্রতিবেশী বন্ধু পর।
মানব প্রীতির মাঝে যারা
খুঁজে পেলেন মনের সুখ,
সমাজ সেবা করতে তাদের
হয়না কোনো কষ্ট দুখ।
অসহায়কে ভালোবেসে
পাশে থাকা মহৎ কাজ,
এমন মানুষ দিনে দিনে
কমে যাচ্ছে সত্যি আজ।