কলমে: মোঃ আব্দুল রহমান
মনটি ভীষণ সুন্দর,
বসুন্ধরার বুকে হরণ করছে সবারে।
মনটি দেখতে অপূর্ব,
ধরার বুকে মধুর ঘ্রাণ ছড়ায় বাহারে।
মনটি সত্যি চমৎকার,
ধরণীর বুকে শুধু আকৃষ্ট করতে পারে।
মনটি ভীষণ স্বপ্নময়,
প্রত্যহ আশা জাগায় জগতের কিনারে।
মনটি ভীষণ রঙিন,
রংধনুর সাত রঙে রাঙিয়ে তোলে সবারে।
মনটি চরম স্বাধীন,
শৃঙ্খলার বেড়াজাল পেরিয়ে উড়তে পারে।
মনটি খুব চুপচাপ,
বললাম, কি হয়েছে তোর বল না আমারে।
মনটি কেবল কাঁদে,
না চাইলেও চলতে হয় মানবের ব্যবহারে।
মন আছে, বিবেক নেই,
মনুষ্যত্বের গলায় ফাঁস, নৈতিকতা তেপান্তরে।
মন আছে, চেতনা নেই,
জ্ঞানের আলো ফিকে, কলুষিত হই মাঝারে।
নয়ন আছে, জ্যোতি নেই,
মনের দর্পণ হারিয়ে নিঃসঙ্গ ভবের সংসারে।
মন আছে, প্রাণ নেই,
তবে ঐ বসুন্ধরার বুকে বলো বাঁচি কি করে?