কলমে- দেব মন্ডল
আমার মতো এক মন ভাঙ্গা মানুষ আমি খুঁজি,
আমার মতো যে ভালোবেসে হারিয়েছে জীবনের সবই।
নিজের মতো গড়বো আমি, ফুটাবো তাহার হাসি,
যদি হয় সে সত্যিকারের সৎ নারী,
নতুন করে দেখাবো আমি নতুন পৃথিবী।
ভালোবাসায় ভরিয়ে রাখবো তাহার বদন খানি।
জীবন যুদ্ধের সঙ্গী হবো দু-জন দু'জনরই।
দু'জন দুজনরই সাজাবো আমারা পুরাতন সবই ভূলে।
সত্যিকারের ভালোবাসবো মিথ্যা সবই মুছে।
নিজ হাতে খাওয়াবো তোমায় ভিষণ ভালোবেসে।
কে আসবে আমার বুকে,
কে ভালোবাসবে আমায় আঁখিতে, আঁখিতে।
মনের আঁধার ঘুচাবো আমি, জ্বলবো নতুন আলো।
ভালোবেসে ডাকবো আমি প্রিয়া, তুমি ডাকবে প্রিয়।
ভালোবেসে টিপ পরাবো, কিনে দিবো শাড়ি,
আমি তোমার বন্ধু হবো, সঙ্গে হবো স্বামী।
বর্ষা দিনে ভিজবো দুজন, মাখবো গায়ে ধুলি।
চাঁদের রাতে হাঁটবো দুজন গ্রামের পথ ধরি।
শঙ্খ চিলের গান শুনাবো, দেখবে জোনাক আলো।
আমায় যদি ভালোবাসো তা নিজ মুখে বলো।