আমরা তো সদা খাচ্ছি আর ঘাটছি শুধুই ফোন,
মা যে আমার থাকেন পরে হেঁশেলের ওই কোন।
বড়ো বড়ো মাংসের পিচ রান্না করেন তিনি,
খেতে বসলে সবথেকে ছোটটাই পান তিনি।
বিনা স্বার্থে সদা মোদের খুশি রাখেন তিনি,
তার বিনিময় কোনোকিছুই চাইনি কোনোদিনই।
তিনি জানেন কতটা খেলে মোদের ভরে পেট,
নিজেই থাকেন আধপেটা তে ভরে না তাঁর পেট।
মোদের অসুখে ডাক্তার হয়ে যায়, হয়ে ওঠেন নার্স,
একই হাতে সামলাতে পারেন বাড়ির সকল কাজ।
স্বরবর্ণ তো তারই শেখানো; ব্যঞ্জনবর্ণ ও তাই,
দিনের শেষে বাড়ি ফিরলে মায়ের দেখা চাই।
মাকে নিয়ে লিখবো যত শেষ হবে না আর,
চলো সবাই মাকে বুঝি, কষ্ট দেবো না আর।