-------------------------------------
কলমে: মহম্মদ মফিজুল ইসলাম
যদি তোমার ইচ্ছে থাকে
রাত্রি গাঢ় হলে কাউকে না বলে
ঢুকব অন্তঃপুরে রঙিন অভিসারে।
কুটিরের আলো নেভার সাথে সাথে
পরিচিত সম্বোধনে নক্ষত্রের সঙ্গে কথা বলব।
স্বপ্নের তাঁত বুনব নিঃস্ব হবার আগে।
সদ্য শোকে নেতিয়ে পড়া তৃষ্ণাকে
শান্ত হতে বলব তোমার হৃদয়ের প্রচ্ছন্ন স্তরে।
আশ্বাসের বাণী সাজাবো,
শব্দ নিয়ে খেলা করব,
দুঃখ-সুখে অথবা দুঃখ-শোকে
ডুব সাঁতার দেব সারাক্ষণ।
যদি তোমার ইচ্ছে থাকে।
শান্তির বালিশে মাথা রেখে
কবিতার পংক্তি খুঁজবো
কমলালেবুর কোয়ায়।
যদি তোমার ইচ্ছে থাকে।
======================